Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

নড়াইল জেলা এখন করোনামুক্ত


নড়াইল এখন করোনামুক্ত জেলা। করোনায় আক্রান্ত সাতজন চিকিৎসকসহ ১৩জনই সুস্থ্ হয়ে উঠেছেন।
সোমবার সকালে নড়াইল সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে সর্বশেষ তিনজনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
এর আগের দিন গত ১০ মে ৯ জনের ফলাফল নেগেটিভ আসে। এছাড়া বেশ কয়েকদিন আগে এক যুবক সুস্থ্ হয়ে ওঠেন। সব মিলিয়ে নড়াইল জেলায় করোনায় আক্রান্ত ১৩ জনই সুস্থ হয়ে ওঠায় আর কোনো রোগী নেই।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক আব্দুল মান্নান, প্রশান্ত কুমার মল্লিক, নড়াইল জেলা প্রশাসকের গোপনীয় সহকারী হুসাইন আহম্মেদ দুলাল, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক  শরিফুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, নাইমা আলী শান্তা, মুকুল হোসেন (স্যাকমো), শরিফুল ইসলাম (ডেন্টাল টেকনোলজিস্ট), কবির হোসেন (ইপিআই ভ্যাকসিন পোর্টার), একজন নার্সের স্বামী রিয়াজ হাওলাদার, লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোজাম খান ও লোহাগড়া পৌরসভার পার ছাতড়া এলাকার সৈয়দ সুজন আলী করোনায় আক্রান্ত হন।
নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘জেলায় করোনা আক্রান্ত সকলেই সুস্থ হয়ে উঠেছেন। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলছে আমরা সম্মিলিতভাবে নড়াইল জেলাকে করোনামুক্ত রাখতে পারবো।’

Post a Comment

0 Comments